WBCS MAINS QUESTION PAPER BENGALI - সম্পাদকীয় পত্রিকা

যেকোনো একটি বিষয় অবলম্বন করে সংবাদপত্রের সম্পাদকের উদ্দেশ্যে ১৫০ শব্দের মধ্যে একটি পত্র রচনা করুনঃ ৪0

(ক) পরমাণু যুদ্ধের আশঙ্কায় সমস্ত পৃথিবী আজ আতঙ্কিত।

(খ) মহামারী প্রমাণ করে দিয়েছে যে পৃথিবী থেকে মানবতাবোধ এখনও মুছে যায়নি।

(গ) সমগ্র ভারতে বেকারত্বের ভয়াবহতা শিক্ষিত যুব সমাজের মধ্যে নিদারুণ হতাশা ও প্রথাগত শিক্ষার প্রতি অনীহা এনে দিয়েছে।

নিম্নলিখিত যে কোন একটি বিষয়ে সম্পর্কে আপনার মতামত কোনো বাংলা দৈনিক পত্রের সম্পাদকের কাছে পত্রাকারে প্রেরণ করুন : ( শব্দসংখ্যা : ১৫০) ৪০

(ক) প্লাস্টিক বর্জনের প্রয়োজনীয়তা

(খ) জনজীবনে ফেসবুকের প্রভাব

নিজের পরিচয় বিবৃত না করে নিম্নলিখিত যে কোন একটি বিষয়ে আপনার অভিমত কোন বাংলা দৈনিক পত্রিকার সম্পাদকের কাছে অনধিক ১৫০ শব্দের মধ্যে পত্রাকারে পেশ করুন : ৪০

  1. বিশ্ব জলদিবস : জলসমস্যা ও সমাধান

  2. পর্যটন শিল্পে অতিমারীর প্রভাব

  3. সাম্প্রতিক বিজ্ঞাপনের ভাষা

নিজের পরিচয় বিবৃত না করে নিম্নলিখিত যে কোন একটি বিষয়ে আপনার অভিমত কোন বাংলা দৈনিক পত্রিকার সম্পাদকের কাছে অনধিক ১৫০ শব্দের মধ্যে পত্রাকারে পেশ করুন : ৪০

  1. অতিমারি ও কুসংস্কার

  2. ধর্ম এবং ধর্মান্ধতা

  3. শিক্ষায় মাতৃভাষার গুরুত্ব

নিজের পরিচয় বিবৃত না করে নিম্নলিখিত যে কোন একটি বিষয়ে আপনার অভিমত কোন বাংলা দৈনিক পত্রিকার সম্পাদকের কাছে অনধিক ১৫০ শব্দের মধ্যে পত্রাকারে পেশ করুন : ৪০

  1. যুবসমাজে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ও তার কুফল

  2. বর্তমানে বাংলায় নারীর অগ্রগতি

  3. প্রবীণ নাগরিকদের নিঃসঙ্গতা ও অসহায়তা দূর করার জন্য সামাজিক উদ্যোগের প্রয়োজনীয়তা

নিজের পরিচয় বিবৃত না করে নিম্নলিখিত যে কোন একটি বিষয়ে আপনার অভিমত কোন বাংলা দৈনিক পত্রিকার সম্পাদকের কাছে অনধিক ১৫০ শব্দের মধ্যে পত্রাকারে পেশ করুন : ৪০

  1. বিজ্ঞানমনস্কতা ও কুসংস্কার

  2. পরিবেশ দূষণ ও তার প্রতিকার

  3. নারী নির্যাতন : ঘরে ও বাইরে

নিজের পরিচয় বিবৃত না করে নিম্নলিখিত যে কোন একটি বিষয়ে আপনার অভিমত কোন বাংলা দৈনিক পত্রিকার সম্পাদকের কাছে অনধিক ১৫০ শব্দের মধ্যে পত্রাকারে পেশ করুন : ৪০

  1. জীবনে সাহিত্য পাঠের ভূমিকা ।

  2. জন জীবনে গণমাধ্যমের প্রভাবের দুইদিক ।

  3. শিক্ষার মাধ্যম হিসাবে মাতৃভাষার গুরুত্ব ।

নিম্নলিখিত যে কোনো একটি বিষয় সম্পর্কে আপনার অভিমত কোনো বাংলা দৈনিক পত্রিকার সম্পাদকের কাছে অনধিক ১৫০ শব্দের মধ্যে পত্রাকারে বিবৃত করুন : (নাম-ঠিকানা পরিবর্তে X, Y, Z, লিখুন)                                        ৪০

  1. ভারতের বিভিন্ন প্রান্তে খরা : সরকারের ভূমিকা ।

  2. ভারতের উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দুর্নীতি ।

  3. ছাত্র আন্দোলন ও বৃহত্তর জনজীবনে তার প্রভাব ।

নিম্নলিখিত যে কোনো একটি বিষয় সম্পর্কে আপনার অভিমত কোনো বাংলা দৈনিক পত্রিকার সম্পাদকের কাছে অনধিক ১৫০ শব্দের মধ্যে পত্রাকারে বিবৃত করুন : (নাম-ঠিকানা পরিবর্তে X, Y, Z, লিখুন)                                        ৪০

  1. নির্মল প্রযুক্তি (গ্রিন টেকনলজি) ও ভারত ।

  2. পরিবেশ পর্যটনে পশ্চিমবঙ্গের ভূমিকা ।

  3. নারী নিগ্রহ ও নির্বিকার সমাজ ।

নিজের পরিচয় বিবৃত না করে নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে আপনার অভিমত কোনো বাংলা দৈনিক পত্রিকার সম্পাদকের কাছে অনধিক ১৫০ শব্দের মধ্যে পত্রাকারে পেশ করুন ।    ৪০

  1. কলকাতার উন্নতি করানো সম্ভব হবে না নাগরিক চেতনার স্বতঃস্ফুর্ত জাগরণ ঘটলে ।

  2. আমাদের জাতীয় সংহতি ও ঐক্যের মূলে প্রধান বাধা সাম্প্রদায়িক ভেদবুদ্ধি ।

  3. নির্বাচন কমিশন ও ভারতের জনমানসে তার প্রভাব ।

  4. ভারতের বৈদেশিক বাণিজ্য নীতি ।

Shopping Cart