WBCS MAINS QUESTION PAPER BENGALI - সম্পাদকীয় প্রতিবেদন

1.নিম্নলিখিত বিষয়টি অবলম্বন করে একটি সম্পাদকীয় প্রতিবেদন রচনা করুন (২০০ শব্দের মধ্যে) : ৪০

মেয়েদের স্বনির্ভর হওয়ার আগে বিবাহ দেওয়া অনুচিত"

  1. নিম্নলিখিত বিষয় সম্পর্কে ২০০ শব্দের মধ্যে একটি সম্পাদকীয় প্রতিবেদন লিখুন : ৪০ ‘

    “ যুদ্ধে কেবল প্রাণহানিই ঘটে না, পরিবেশও বিপন্ন হয়।”

  1. নিম্নলিখিত বিষয় সম্পর্কে ২০০ শব্দের মধ্যে একটি সম্পাদকীয় প্রতিবেদন লিখুন : ৪০ ‘

    'অনলাইন শিক্ষা আমাদের কতদূর এগিয়ে দেবে ?'

  1. নিম্নলিখিত বিষয় সম্পর্কে ২০০ শব্দের মধ্যে একটি সম্পাদকীয় প্রতিবেদন লিখুন : ৪০ ‘

    'বৈচিত্র্যের মধ্যে ঐক্যই ভারতীয় সংস্কৃতির প্রাণ'
  1. নিম্নলিখিত বিষয় সম্পর্কে ২০০ শব্দের মধ্যে একটি সম্পাদকীয় প্রতিবেদন লিখুন : ৪০ ‘

    'বাক স্বাধীনতার অধিকার সর্বাপেক্ষা জরুরি'

  1. নিম্নলিখিত বিষয় সম্পর্কে ২০০ শব্দের মধ্যে একটি সম্পাদকীয় প্রতিবেদন লিখুন : ৪০ ‘

    'যন্ত্রণামুক্তির শ্রেষ্ঠ উপায় স্বেচ্ছামৃত্যু’  

  1. সুষ্ঠু-নগর পরিকল্পনার ক্ষেত্রে বেআইনি নির্মাণ অন্যতম প্রধান প্রতিবন্ধক- এর সপক্ষে সম্পাদকীয় প্রতিবেদন লিখুন । (২০০ শব্দের মধ্যে লিখতে হবে ) ৪০
  1. সোশ্যাল নেটওয়ার্কিং আজকের যুবসমাজকে অপরাধপ্রবণ করে তুলেছে এর সপক্ষে সম্পাদকীয় প্রতিবেদন লিখুন । ( ২০০ শব্দের মধ্যে লিখতে হবে ।)  ৪০

  1. রাজ্য সরকার যে বাসস্ট্যান্ড গুলি নির্মাণ করিয়েছেন ও রবীন্দ্রনাথের গানের কথা,মনীষীদের বাণী তাতে উৎকীর্ণ করেছে তার সপক্ষে সম্পাদকীয় প্রতিবেদনে লিখুন । (২০০ শব্দের মধ্যে লিখিতে হবে )  ৪০

                         অথবা

    শিশু শ্রমরোধে নয়া নিষেধাজ্ঞার সপক্ষে সম্পাদকীয় প্রতিবেদন লিখুন ।         ৪০
Shopping Cart